শারদীয় দুর্গাপূজার মহানবমীতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (১২ অক্টোবর) নগরীর বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়ে পশুশালা মন্দির, এনায়েত বাজারের গোয়ালপাড়া কদারনাথ মন্দির, পাথরঘাটা ওয়ার্ডের ব্রিক ফিল্ড রোড পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল বলেন, 'আপনারা আমাদের ভাই-বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।'
তিনি আরো বলেন, নানা জাতি ধর্ম বর্ণের মানুষের একসাথে বসবাসের কারণে চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে চট্টগ্রামের সকল পূজারি ও দর্শনার্থীরা দুর্গোৎসব পালন করছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি।'
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি শফিকুল আলম, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এম.এ রাজ্জাক, যুবদল নেতা একরামুল হক রাজু, ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পী, নুর নবী মহররম আলী, সদস্য দেলোয়ার হোসেন শিশির ও আব্বাস উদ্দিন, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ জাহেদ, কোতোয়ালি থানা বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দীন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সদস্য সচিব বাপ্পী দে, গোলপাহাড় মহাশ্মশান কালি মন্দিরের সহসভাপতি কাজল দেব, পশুশালা পূজা পরিষদের সভাপতি মিঠু শর্মা, সাধারণ সম্পাদক বিকি বিশ্বাস, পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আবির, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক সানি, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, পাহাড়তলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল আলম শিপন, মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাংগীর আলম, সদস্য মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা