ফরিদপুরের চরভদ্রাসনে মদ পান করে স্বপ্না বাওয়ালী (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বপ্না উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের বাসিন্দা পঞ্চানন বাওয়ালীর মেয়ে। সে চর অযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ছিল।
পারিবারিক সূত্র জানায় চার ভাই বোনের মধ্যে স্বপ্না দ্বিতীয়। গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সাথে পূজামন্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। রবিবার সকাল নয়টার দিকে সে কয়েকবার বমি করে। স্থানীয় চিকৎসকের নিকট তাকে নেয়া হলে ওই চিকিৎসক তাকে ফরিদপুর নেওয়ার পরামর্শ দেন। বিকেল ৫ টার দিকে স্বপ্না হঠাৎ অসুস্থ হয়ে পরে। অসুস্থতার বিষয়ে তার কাছে জানতে চাইলে সে তার পরিবারের নিকট মদ পানের কথা স্বীকার করে। বিষয়টি জানতে পেরে অসুস্থ স্বপ্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক স্বপ্নাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী স্বপ্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। চর অযোদ্ধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিঞ্চু কুমার চক্রবর্তী বলেন স্বপ্না খুব মেধাবী ছাত্রী ছিলো। এমন ঘটনায় তিনি হতবিহবল হয়ে পরেছেন।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গাফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/এএম