ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডুবে টুকু হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার কন্যাদহ গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার পোতাহাটি গ্রামের আকিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, গত তিনদিন আগে হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে নানা মাহবুব হোসেনের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে শিশুটি। অন্যান্য শিশুদের সাথে নানা বাড়ির পুকুরে গোসল করতে যায়। এরপর অন্য শিশুরা বাড়িতে ফিরে আসলেও শিশু টুকু ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ওসি এমএ রউফ খান।
বিডি প্রতিদিন/মুসা