গাজীপুরের কালিয়াকৈরে আজ শুক্রবার সকালে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সফিপুর বাজার ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সফিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, হাজী আব্দুল আজিজ, ফজলুর রহমান, আউয়াল মোল্লা শাহ আলম, শফিকুল ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ীরা।
সফিপুর বাজার ব্যবসায়ীর সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন জানান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিনের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা মিথ্যা, বানোয়াট আর ভিত্তিহীন। যারা ষড়যন্ত্র করছে তাদের বিচার দাবি করছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ