শিল্পাঞ্চল আশুলিয়ার অসন্তোষ সৃষ্টির ঘটনায় অভিযান চালিয়ে নারী নির্যাতন, মারধরসহ বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—ঢাকা জেলার আশুলিয়া থানার পবনারটেক এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে তরব আলী (৫০), একই থানার বাড়ইপাড়া এলাকার নন্দন পার্ক লিমিটেডের পরিচালক সিরাজুল হকের ছেলে বেলাল হক (৫৪), বাইপাইল মসজিদ রোড এলাকার মো. ফেরদৌস আলমের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২৭), শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. খোকন আহমেদ (৩৫), পূর্ব জামগড়া এলাকার মতিউর রহমানের ছেলে আশিকুর রহমান (২০), একই এলাকার মৃত আব্দুর রহমান মীরের ছেলে মো. সোহেল মীর (৪৪) ও মো. সাঈদ মীর (৩৮), কাছের বাগেরভৈল গ্রামের মো. কান্দু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৩৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কাইম চরিতাবাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে মাহাবুব রহমান (৫৯), রংপুর জেলার সদর থানার রতিরামপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মাসুদ হাসান ওরফে মাসুদ (৪০), দিনাজপুর জেলার বিরামপুর থানার খেউ টেগুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে মো. মহসিন (২১), কুড়িগ্রাম জেলার সদর থানার প্রতাব বেপারীপাড়া গ্রামের আ. মজিদের ছেলে মো. আতিকুর রহমান (২৯)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শিল্পাঞ্চলে সৃষ্ট অসন্তোষ নিরসনের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল