বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিশালপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের খেজুরতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মঈনুল হক বকুল।
উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান নিলুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব খলিলুর রহমান, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল বাশার রুবেল, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ।
শেষে শরিফুল ইসলাম শরীফকে সভাপতি, আব্দুস ছালাম প্রামাণিককে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বিশালপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই