অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি একই আহ্বান জানিয়েছেন দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। বন্যাকবলিত মানুষ চরম দুর্দশায় মধ্যে দিন কাটাচ্ছেন। বন্যাকবলিত এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।
তারেক রহমান বিবৃতিতে বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় তারা যেন সক্রিয়ভাবে এগিয়ে আসেন। একই সঙ্গে আমি অন্তর্বর্তী সরকারকে দ্রুত বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাই।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান : গত ১৬ বছর আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য জেএফকে এয়ারপোর্টে ও জাতিসংঘ সদর দপ্তরের সামনে স্বাগত সমাবেশ করায় বিএনপি নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৯ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্ক স্টেটে বিএনপির সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, জাতিসংঘ সদর দপ্তরের সামনে-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আপনারা আন্দোলন-সংগ্রাম করেছেন। এজন্য সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বিগত কয়েক দিনেও আপনারা দেশের মানুষের প্রত্যাশা ও আকাক্সক্ষাগুলো তুলে ধরেছেন জাতিসংঘসহ বিভিন্ন জায়গায়। সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমেরিকাতে আমাদের বহু নেতা-কর্মী ছড়িয়ে-ছিটিয়ে আছেন। বিগত বছরগুলোতে আপনারা স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করেছেন- দেশের অবস্থা তুলে ধরার জন্য, চেষ্টা করেছেন আমাদের দলকে সুসংহত করার জন্য। ‘তারেক রহমান-বাংলাদেশের প্রাণ’, ‘তারেক রহমান এগিয়ে চলো-আমরা আছি তোমার সাথে’- স্লোগানে মুখরিত সমাবেশে তিনি বলেন, টেলিফোনে তো খুব বেশি বলার অবকাশ নেই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের প্রিয় দলকে যেন সুযোগ দেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি।
জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বিদায়-অভ্যর্থনা উপলক্ষে। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট এবং জিল্লুর রহমান জিল্লু, বিএনপির পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ।