ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, উদ্ধারকৃতদের একজন মায়া গোরেন (৫৬)। তিনি একটি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকের। তিনি ইসরায়েলের নির ওজ শহরের বাসিন্দা ছিলেন।
অন্যরা হলেন- রাভিড কাৎজ (৫১), ওরেন গোলডিন, ৩৩, সার্জেন্ট কিরিল ব্রডস্কি, ১৯, এবং স্টাফ সার্জেন্ট টোমার ইয়াকভ আহিমাস, ২০।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। এছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ১২০ এখনও রয়েছেন হামাসের কব্জায়।
৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসলায়েলি সেনারা। তাদের সেই অভিযান এখনও চলছে এবং গত ৯ মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি মানুষ। পুরো গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/একেএ