ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে লড়ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের কিবুতজে ৫৫টির মতো রকেট ছুড়েছে।
শুক্রবার রাতে (১৬ আগস্ট) দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শনিবার এই রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি।
একই দিন শনিবার পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলি একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় দুজন আইডিএফ সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি এই সামরিক স্থাপনায় দুটি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।
এবারের রকেট হামলায় কিবুতজ আয়েলেট হাশাহারকে নিশানা করেছে হিজবুল্লাহ। এলাকাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। লেবানন সীমান্ত ঘেঁষা অধিকাংশ ইসরায়েলি বসতি সরিয়ে নিলেও এই এলাকা এখনো খালি করেনি তেল আবিব।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন নিহত এবং আরও পাঁচজন আহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহর একটি অস্ত্রের ডিপোকে টার্গেট করে তারা এই হামলা করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল