দক্ষিণ লেবানন থেকে অবস্থান ছেড়ে চলে যাওয়ার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলকে (UNIFIL) অনুরোধ করেছিল ইসরায়েল। তবে ইউনিফিল সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
শনিবার ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া টেনেনটি জানান, ইসরায়েল ইউনিফিলকে দক্ষিণ লেবাননের ব্লু লাইন বরাবর তাদের পোস্টগুলো থেকে সরে যাওয়ার অনুরোধ করে, যা ব্লু লাইন থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে ইউনিফিল এই প্রস্তাবে একমত হয়নি এবং সর্বসম্মতিক্রমে তাদের অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইউনিফিলের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলছে।
শুক্রবার ইসরায়েলি বাহিনী নাকৌরায় ইউনিফিলের ঘাঁটির কাছাকাছি অবস্থানে গুলি চালায়। সেখানে দুইজন শ্রীলঙ্কান শান্তিরক্ষী আহত হন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ৫০ মিটার দূরে একটি সম্ভাব্য হুমকিকে লক্ষ্যবস্তু করেছিল এবং এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার রাতে ইউনিফিলের সদর দপ্তরে আরও একজন শান্তিরক্ষী গুলিতে আহত হয়েছেন। এটা নিয়ে গত দুই দিনে সংঘর্ষে পঞ্চম আহতের ঘটনা ঘটলো। আহত শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে গুলির উৎস এখনো নির্ধারণ করা যায়নি।
বিডিপ্রতিদিন/কবিরুল