সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের ৩০তম সভা ২২ সেপ্টেম্বর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসএমটির চেয়ারম্যান এবং ব্যাংকের সিইও অ্যান্ড ভারপ্রাপ্ত এমডি সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। এ সময় ডিএমডি মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, শামিম উদ্দিন আহমেদ, মো. আবু সাঈদ, সব জিএমসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগদান করেছেন মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। মো. ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইসলামী ব্যাংকে যোগদানের আগে পূবালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সহযোগিতায় ২১ সেপ্টেম্বর কক্সবাজারের সায়মান বিচ রিসোর্টে গ্রাহক সচেতনতা সপ্তাহ ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নূরুল আমীন। পাঁচ দিনের এ কর্মসূচি ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর শেষ হবে।-বিজ্ঞপ্তি