নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৮ জুলাইয়ের ধ্বংসযজ্ঞ শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, এটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে। এটা ছিল দেশকে নৈরাজ্য ও অকার্যকর বানানোর নীলনকশা। আর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল জামায়াত-বিএনপি ও ইউনূস গংরা।
দুষ্কৃতকারীদের হামলায় শনিবার দুপুরে দিনাজপুরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ এবং শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী ইউনূস গংরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত। তাদের লক্ষ্য বাংলাদেশ যে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেটাকে নামিয়ে দেওয়া।
তিনি বলেন, ১৮ জুলাইয়ের হত্যা ও ধ্বংসযজ্ঞের ঘটনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সারাদেশে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে-এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা স্পষ্ট বলেছেন এই হত্যাকাণ্ড ও সহিংসতা, অগ্নিসংযোগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্তা নেই। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল জামায়াত-বিএনপি ও ইউনূস গংরা।
এসময় জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাসহ অন্যান্য জেলা ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই