বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গলাচিপার শহীদ পাঁচ পরিবারের সদস্যদের মধ্যে নগদ ৫০ হাজার টাকা করে অর্থসহায়তা দেওয়া হয়েছে। গতকাল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। গলাচিপার শহীদরা দেশের বিভিন্ন জায়গায় নিহত হন। তারা হলেন মো. রাসেল (ছাত্র), জাহাঙ্গীর খান (সিএনজি ড্রাইভার), আতিক আহম্মেদ (পেশাজীবী), সাগর গাজী (ছাত্র) ও মামুন হাওলাদার (শ্রমজীবী)।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খানসহ অঙ্গসংগঠনের নেতারা।