জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী নির্বাচন ২০২৪-২৫ পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধি মাহাতাব হোসেন লিমন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যোবাঈর হুসাইন সামী ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে নূর আলমকে নির্বাচিত ঘোষণা করা হলো।
এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া ও দপ্তর সম্পাদক পদে তানভীর আনজুম নির্বাচন না করার জন্য আবেদন করায় এই দুই পদে আর কোনো প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে মাহতাব লিমন ও দপ্তর সম্পাদক পদে সাকেরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলো।