উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির বিপক্ষে ম্যাচের মাত্র ১৩ সেকেন্ডেই গোল করেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। তবে এরপরও ম্যাচটা জিততে পারেনি ফ্রান্স। ইতালির ফেডেরিকো ডিমারকো, ডেভিড ফ্রাত্তেসি ও গিয়াকোমো রাসপাডোরির গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালি। দলে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে পরাজয়ের শিকার হলো ফ্রান্স। এ জয়ে নেশন্স লিগে এ২ গ্রুপে শুভসূচনাই করল ইতালি। এই গ্রুপের অপর ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। এ ছাড়াও নেশন্স লিগে শুক্রবার জয় পেয়েছে আইসল্যান্ড, রুমানিয়া ও সাইপ্রাস। আইসল্যান্ড ২-০ গোলে হারিয়েছে মন্টিনিগ্রোকে। রুমানিয়া ৩-০ গোলে হারিয়েছে কসভোকে। ওয়েলস-তুরস্ক লড়াই শেষ হয়েছে গোল শূন্য ড্রয়ে। উয়েফা নেশন্স লিগে বি৪ গ্রুপে খেলছে তুরস্ক ও ওয়েলস। এই গ্রুপে শীর্ষে আছে আইসল্যান্ড।