ঠোঁটের রং ধরে রাখতে এক্সফলিয়েশন জরুরি। আবার ঠোঁটের মসৃণতা বজায় রাখতেও এর বিকল্প নেই। এর মাধ্যমে ত্বকের মৃত কোষ মুছে ফেলে, ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
জলপাই তেল এবং কফি
সম পরিমাণ জলপাই তেল ও কফি মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি হালকাভাবে ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
মধু এবং চিনি
এক চা চামচ চিনি ও দুই চা চামচ মধু একসঙ্গে মেশান। মেশানো চিনি ও মধু হালকাভাবে আপনার ঠোঁটে লাগান। ৫-৭ মিনিট রাখুন। একটি কটন কাপড় কুসুম গরম পানিতে ভেজান। এই কাপড়টি দিয়ে ঠোঁটকে হালকাভাবে মুছে নিন।
কাঁচা হলুদ এবং দুধ
দুধের সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নরম ব্রাশের সাহায্যে ঠোঁট ঘষে নিন। এরপর সামান্য পেস্ট ঠোঁটে লাগিয়ে দুই-তিন মিনিট অপেক্ষা করতে হবে। ঠোঁট ধুয়ে শুকিয়ে গেলে লিপ বাম লাগাতে হবে।
বেকিং সোডা
বেকিং সোডা ও পানি ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ২ মিনিটের জন্য ঠোঁটে লাগিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
জেনে রাখুন
♦ ঠোঁট কামড়ানো বা চাটার অভ্যাস থাকলে অবিলম্বে তা ত্যাগ করুন। এতে ঠোঁট শুকিয়ে যায়।
♦ ভিটামিন-ই ক্যাপসুল ফাটিয়ে শোবার আগে সারা ঠোঁটে লাগিয়ে নিন। এতে ঠোঁট নরম হবে।
♦ ঠোঁটের শুষ্ক ভাব কমাতে প্রচুর পানি এবং ভিটামিন-সি যুক্ত ফলের রস খান। লাল রঙের সবজি বা ফল খেলেও ত্বকের গোলাপি ভাব বজায় থাকে।
♦ নরম, সুন্দর, মসৃণ ঠোঁটের জন্য ভালো কোনো লিপ বাম অবশ্যই ব্যবহার করবেন। এটি আপনার ঠোঁটের আর্দ্রতা রক্ষা করবে ও ঠোঁট ফাটার সমস্যা থেকেও মুক্তি দেবে।
♦ এক্সফলিয়েশন আপনার ঠোঁটকে নরম ও মসৃণ করে তোলে কিন্তু অতিমাত্রায় এক্সফলিয়েশন ঠোঁট শুকিয়ে ফেলতে পারে। সপ্তাহে দুবার এক্সফলিয়েশন যথেষ্ট।
লেখা : নূরজাহান জেবিন