বিশেষজ্ঞদের ভাষ্য, বডি অয়েল এবং লোশন; দুটোই শুষ্কতার সেরা সমাধান। আবার আরেকটু ভালো ফলের জন্য অনেকে বডি অয়েল এবং লোশন একসঙ্গে মিশিয়ে ব্যবহার করেন। অবশ্যই সেটা উপকারী। আর এটি একটি ট্রেন্ড, তবে এর পেছনে যথেষ্ট ভালো যুক্তি রয়েছে। কীভাবে বডি অয়েল এবং লোশন মেশালে ত্বক আরও বেশি উজ্জীবিত এবং কোমল হতে পারে, তা জানুন...
বডি অয়েল বনাম লোশন
বডি লোশন সাধারণত অয়েলের চেয়ে ঘন এবং শুষ্ক ত্বককে আর্দ্রতা দিয়ে নরম ও মসৃণ রাখে। এটি প্রায়শ ফাটা বা শুষ্ক অংশ সারানোর জন্য সহায়ক। লোশন বিভিন্ন টেক্সচারের হয়- পুরু ক্রিম থেকে শুরু করে হালকা ফর্মুলা, যা দ্রুত শুকিয়ে যায়। বডি অয়েল একটি তরল যা সাধারণত ত্বকে দ্রুত শোষিত হয়ে আর্দ্রতা যোগ করে এবং উজ্জ্বলতা প্রদান করে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য একটি শক্তিশালী সুরক্ষা স্তর তৈরি করে।
বডি লোশনের সঙ্গে মেশানোর জন্য কোকোয়া বাটার এবং ‘ভিটামিন ই’ সমৃদ্ধ ময়েশ্চারাইজিং বডি অয়েল সেরা। যা ত্বক কোমল করে...
প্রথমে লোশন লাগান এবং ত্বকে তা পুরোপুরি শোষিত হতে দিন। এরপর অয়েল ব্যবহার করুন। এটি ত্বকে সুরক্ষামূলক স্তর তৈরি করবে...
শুষ্ক ত্বকের সেরা সমাধান
অয়েল এবং লোশন মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সঠিক পরিমাণে আরোগ্য, সুরক্ষা, এবং আর্দ্রতা পাওয়া যায়। এটি সব ধরনের ত্বকের জন্য কার্যকর। যদিও অয়েল ত্বককে কোমল করে, লোশন সাধারণত খুব শুষ্ক ত্বক দ্রুত সারায়। তাই ত্বকের গভীর শুষ্কতা দূর করতে লোশন ব্যবহার এবং আর্দ্রতা ধরে রাখতে অয়েল ব্যবহার করলে এই মিশ্রণটি নিশ্চিতভাবেই কার্যকর হবে।
তথ্যসূত্র : দ্য সফট গ্লো