ঠাকুরগাঁও সদর উপজেলার সকল জন প্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ করা হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বলাকা উদ্যান চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রথমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় রংপুর বিভাগের মধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় জেলা প্রশাসককে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
পরে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
এসময় বক্তরা বলেন, মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই সমাজ থেকে মাদক দূর করা সম্ভব। এসময় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন উপজেলা প্রশাসন।
সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদর উপজেলার ২২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সমাজের গণ্যমান্য ব্যাক্তিরা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ