ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। পেটের অসুস্থতার কারণে মাঠের বাইরে ছিলেন এই ফরাসি তারকা। তবে শেষ ষোলোতে জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছেন তিনি।
আগামী মঙ্গলবার হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনা থাকলেও এমবাপ্পের সম্ভাব্য ফেরার খবরে আরও আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোসরা।
রিয়াল কোচ জাবি আলোনসো সংবাদ সম্মেলনে বলেন, 'এমবাপ্পের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। সে ফিরছে এটা আমাদের জন্য দারুণ সুখবর।'
শুধু এমবাপ্পেই নন, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারবাহাল ও এদের মিলিতাও। বিষয়টিকে দলের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন কোচ আলোনসো।
তিনি বলেন, 'দানি আর মিলিতাও অনেকদিন ধরে রিহ্যাবে ছিল। এখন তারা ফিরেছে, এটা পুরো দলের আত্মবিশ্বাস বাড়াবে। এখন সবাই আরও একতাবদ্ধ। এই সময়টায় প্রথম একাদশ হোক বা বেঞ্চের খেলোয়াড়, সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।'
বিডি প্রতিদিন/মুসা