মেসেজিং অ্যাপের দুনিয়ায় হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। তাৎক্ষণিক বার্তার পাশাপাশি জরুরি ফাইল শেয়ারিং, মিটিং, এমনকি চ্যানেল ব্যবস্থাপনাও এখন হয় এই প্ল্যাটফর্মে। আর এবার আরও এক দরকারি ফিচার যোগ হল অ্যাপটিতে—ডকুমেন্ট স্ক্যান করার সুবিধা।
‘স্ক্যান ডকুমেন্ট’ নামে নতুন এই ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের অ্যাটাচমেন্ট মেনুতে। এখন থেকে ব্যবহারকারীরা সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে ফিজিক্যাল নথিপত্র স্ক্যান করে পাঠাতে পারবেন, তাও কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই।
ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে (v2.25.18.29) চালু হয়েছে। এর আগে আইওএস ব্যবহারকারীরা এই সুবিধা পেয়েছেন। অনেক বিটা ইউজার জানাচ্ছেন, গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের আপডেট ভার্সন ডাউনলোড করলেই নতুন ফিচারটি ব্যবহার করা যাচ্ছে।
এই ফিচারে দুটি মোড রয়েছে: ম্যানুয়াল ও অটো। ম্যানুয়াল মোডে ব্যবহারকারী নিজেই ছবি তুলবেন, আর অটো মোডে হোয়াটসঅ্যাপ নিজেই ডকুমেন্ট সনাক্ত করে স্ক্যান করবে এবং পিডিএফ তৈরি করে দেবে। ফলে নথি পাঠাতে সময়ও বাঁচবে, ঝামেলাও কমবে।
বিডি প্রতিদিন/জামশেদ