চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সুধারাম থানার দুর্গানগর এলাকার জামাল হোসেনের ছেলে রুবেল মিয়া (৪৫) এবং একই থানার নারায়ণপুর এলাকার লিটন মিয়ার ছেলে ইলিয়াস হোসেন (২৭)।
চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাইক্রোবাসে থাকা ওই দুজনকে গাড়ি থামানোর সিগন্যাল দিলে তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আভিযানিক দল তাদের ধরে ফেলে। এরপর তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের তেলের ট্যাংকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামিদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম