গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম ‘জেমিনি ফর গভর্নমেন্ট’ যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর জন্য উন্মুক্ত করেছে। বৃহস্পতিবার দেশটির জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সরকারি সংস্থাগুলো খুব অল্প খরচে (প্রতি ব্যবহার এক ডলারেরও কম) গুগলের উন্নত এআই ও ক্লাউড সেবা ব্যবহার করতে পারবে। আগে থেকেই গুগল ওয়ার্কস্পেস সফটওয়্যার ছাড়ে সরবরাহ করা হচ্ছিল। এবার সেই সুবিধার পরিধি আরও বাড়ল।
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, জেমিনি ফর গভর্নমেন্ট আমাদের এআই উদ্ভাবনের পূর্ণ সুযোগ সরকারি সংস্থাগুলোর হাতে পৌঁছে দিচ্ছে। এতে তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আরও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবে।
এই সেবার মধ্যে রয়েছে ভিডিও, ছবি ও কনটেন্ট (বিষয়বস্তু) তৈরি করার ক্ষমতা। এছাড়া ডিজিটাল এজেন্টও থাকছে, যা স্বয়ংক্রিয়ভাবে জটিল কাজ সম্পন্ন করতে পারবে। জিএসএর ভারপ্রাপ্ত প্রশাসক মাইকেল রিগাস বলেন, এখন সরকারি সংস্থাগুলো তাদের কাজের ধরনে বড় পরিবর্তন আনতে পারবে। জেমিনি ফর গভর্নমেন্ট তাদের অপারেশনকে অনেক সহজ করবে।
এ চুক্তি এমন সময়ে হলো যখন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারকে ব্যবসায়িক সংস্করণের চ্যাটজিপিটি এক বছরের জন্য মাত্র এক ডলারে ব্যবহারের সুযোগ দিয়েছে।
এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় ওপেনএআইকে ২০০ মিলিয়ন ডলারের চুক্তি দেয়। ওই চুক্তির আওতায় সেনা সদস্যদের স্বাস্থ্যসেবা প্রক্রিয়া উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা জোরদার করতে জেনারেটিভ এআই ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল