সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে খুন হয়েছিলেন নগরীর আখালিয়া নেহারিপাড়ার যুবক রায়হান আহমদ। মামলার ৬ আসামির মধ্যে চারজন জামিনে মুক্ত ও একজন পলাতক রয়েছে। আর কারাবন্দি আছে এক আসামি। আসামিরা মুক্ত থাকায় নিজের ও পরিবারের নিরাপত্তা ও ছেলে হত্যার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত রায়হানের মা সালমা বেগম।
ন্যায় নিশ্চিতের দাবিতে রবিবার সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি।
সালমা বেগম জানান, মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, রায় ঘোষণার প্রস্তুতি চলছে। এই সময় প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূইয়া জামিন পেয়েছে। কারান্তরীণ থাকা একমাত্র আসামি এএসআই আশেক এলাহীও জামিনের চেষ্টা করছে। এই অবস্থায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আসামিরা দেশ ছেড়ে পালিয়ে গেলে তিনি ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হবেন বলে দাবি করেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ অক্টোবর গভীর রাতে কাস্টঘর এলাকা থেকে রায়হান আহমদকে বন্দরবাজার ফাঁড়িতে ধরে নেয় পুলিশ। পরে মুক্তিপণের জন্য তাকে নির্যাতন করে গুরুতর আহত করা হয়। পরদিন ভোরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এমআই