সিলেটে প্রতিদিনই মিলছে ডেঙ্গু আক্রান্ত রোগী। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ বছর নমুনা পরীক্ষায় সিলেটে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১০০ জনের।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ১০টা থেকে আজ রবিবার সকাল ১০টা পর্যন্ত) নতুন আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর এই দুইজন নিয়ে সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ১৭ জন ও হবিগঞ্জে ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে হবিগঞ্জ জেলায়। এদের বেশিরভাগই অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ