দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৩১ রানের পাহাড় গড়ে ২৭৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় অজিরা। তবে সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে প্রোটিয়াদের জয় দিয়ে।
এর আগে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান ছিল ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৪। আর রানের ব্যবধানে তাদের সবচেয়ে বড় জয়টি এসেছিল ২০২৩ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে—৩০৯ রানে। এবারের জয়টি অজিদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়।
ম্যাকায়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় অস্ট্রেলিয়ার ইনিংস গড়ে তিন সেঞ্চুরি। ওপেনিং জুটিতে ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ যোগ করেন ২৫০ রান। হেড ১০৩ বলে ১৪২ রানের ঝড়ো ইনিংসে ১৭ চার ও ৫ ছক্কা হাঁকান। মার্শও শতক তুলে নেন—১০৬ বলে ১০০ রান করেন তিনি।
তিনে নেমে ক্যামেরুন গ্রিন খেলেন বিধ্বংসী ইনিংস। মাত্র ৫৫ বলে অপরাজিত ১১৮ রান করেন তিনি, যেখানে ছিল ৬ চার ও ৮ ছক্কা। উইকেটরক্ষক অ্যালেক্স কেরিও ৩৭ বলে দ্রুতগতির ৫০ রান যোগ করেন।
৪৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই চাপে পড়ে যায়। ৫০ রানের মধ্যেই ৪ উইকেট হারানো প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। টনি ডি জর্জি (৩৩) ও ডেওয়াল্ড ব্রেভিস (৪৯) কিছুটা প্রতিরোধ গড়লেও ২৪.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় দলটি।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তরুণ বাঁ-হাতি স্পিনার কুপার কনলি। মাত্র ৬ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট শিকার করে প্রোটিয়াদের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেন তিনি। এছাড়া জাভিয়ের বার্টলেট ও শেন অ্যাবট নেন দুটি করে উইকেট।
বিডি প্রতিদিন/মুসা