এইচএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে বগুড়ায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বগুড়ার সারিয়াকান্দির ফাযিল ডিগ্রি মাদ্রাসা, সারিয়াকান্দি কলেজ এবং সারিয়াকান্দি সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, সারিয়াকান্দি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ টি এম মাহবুবুল হান্নান, সারিয়াকান্দি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নূরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ