পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বীজ সংরক্ষণাগার উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন। এ সময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুসয়ন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এসকে রঞ্জন, সাবেক সভাপতি এইচ আর মুক্তাসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপকারভোগী কৃষকরা বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ এবং বীজ, সার পেয়ে খুশি।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসাইন জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে খরিদ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ছয় হাজার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই