বরিশাল অ্যাকাউন্টস অফিসের কর্মচারী হারুন অর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার।
ওই আসামি হলেন, বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকার বাসিন্দা আশ্রাফ আলী আকনের ছেলে জসিম আকন (৪০)।
ওসি জাকির শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আল-আমিন নাইমের নেতৃত্বে একটি দল বাঘিয়া রাজ্জাক সড়কে অভিযান চালায়। সেখানে আত্মগোপনে থাকা জসিমকে গ্রেফতার করা হয়েছে।
তাকে গ্রেফতারের বিষয়ে থানার এসআই আল-আমিন নাইম বলেন, মঙ্গলবার সকালে জসিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
২০০৬ সালের ২৭ অক্টোবর পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি গ্রামের খালের পাশ থেকে অফিস সহকারী হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। অ্যাকাউন্টস অফিসে চাকরির সুবাদে তার কাছে টাকা থাকতো। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় সারেংকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ২৯ জানুয়ারি জসিম আকনসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন জসিম।
বিডি প্রতিদিন/কেএ