মাত্র ৮ পিস ইয়াবা নিয়ে ধরা পড়লেও তার অপরাধের ছায়া অনেক দূর বিস্তৃত। কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে বিজিবির নিয়মিত অভিযানে আটক হওয়া মো. জসিম উদ্দিন (৪২) শুধু মাদক বহনকারী নন, বরং এলাকায় উঠতি বয়সী কিশোর, স্কুলছাত্র এমনকি পর্যটকদের হাতে ইয়াবা, মদ ও নারী পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এমনই তথ্য জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি বলেন, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে মরিচ্যা থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিজিবির সদস্যরা ৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবাসহ যাত্রী মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। তিনি রামুর রাবেতা এলাকার মাংলা পাড়ার বাসিন্দা এজাহার মিয়ার ছেলে।
তবে তদন্তে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। স্থানীয়দের অভিযোগ, জসিম শুধু ইয়াবা ব্যবসায়ীই নন, হিমছড়ি এলাকার কিছু কটেজ ও রিসোর্টে মদ, মাদক ও নারী সরবরাহকারী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। পর্যটকদের কাছেও মাদক সরবরাহ এবং অশ্লীল কর্মকাণ্ডে সহায়তা করতেন তিনি।
এলাকাবাসীর দাবি, বহুদিন ধরেই জসিমকে রক্ষা করছে একটি প্রভাবশালী চক্র, যার কারণে এতদিন সে আইনের ধরা-ছোঁয়ার বাইরে ছিল। তবে বিজিবির তৎপরতায় এবার তাকে আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল