জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারের ধীরগতির কারণে বেনাপোল কাস্টমস হাউসে ব্যাহত হচ্ছে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। এতে ভোগান্তিতে পড়েছেন সিএন্ডএফ এজেন্টসহ বন্দর ব্যবহারকারীরা। গতকাল সকালে কাস্টমস হাউসে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অপারেটর শেখ ফয়সাল বলেন, গত দুই দিন ধরে এনবিআরের সার্ভারের ধীরগতির কারণে বি/ই এন্টি করা যাচ্ছে না। এ সমস্যার দ্রুত সমাধান দরকার।
বেনাপোল কাস্টমসের প্রোগ্রামার আবদুল আহাদ জানান, এনবিআর কর্মকর্তাদের দুই দিন শাটডাউন কর্মসূচির সময় সার্ভার বন্ধ ছিল। কর্মসূচি প্রত্যাহারের পর একসঙ্গে অসংখ্য ব্যবহারকারী লগইন করায় গতি কমেছে। আগামী দুই দিনের মধ্যে স্বাভাবিক হবে।