ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাক চাপায় গোলাম বারিক মন্ডল (৭৬) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তার স্ত্রী লিমা বেগম আহত হয়েছে। সোমবার রাত সাড়ে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মন্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা গোলাম বারিক মন্ডল স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে মোটরসাইকেলে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে বারিক মন্ডলের স্ত্রী পেছন থেকে ছিটকে পড়ে যায়। ওই অবস্থায় ট্রাকটি মোটরসাইকেলসহ বারিক মন্ডলকে নিয়ে দুই’শ গজ টেনে নিয়ে চাপা দেয়। এতে সেখানেই মারা যান বারিক মন্ডল।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম