ভারতের কারাগারে পাকিস্তানের কত জন বন্দি রয়েছেন আর পাকিস্তানে ভারতের কত জন বন্দি, সেই তালিকা বিনিময় করল দুই দেশ। মঙ্গলবার দিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক মাধ্যমে একে অন্যের সঙ্গে এই বন্দি-তালিকা বিনিময় করে দেশ দুটি।
পরে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৮ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মেনে প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই দুই দেশ পরস্পরের সঙ্গে এই বন্দি-তালিকা বিনিময় করে।
ভারতের বিবৃতি অনুযায়ী, নয়াদিল্লি ৩৮২ জন (অসামরিক) বন্দি এবং ৮১ জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন পাকিস্তানের নাগরিক, কয়েক জনকে মনে করা হচ্ছে পাকিস্তানের নাগরিক। সকলেই এখন ভারতের হেফাজতে রয়েছেন। পরিবর্তে পাকিস্তান ৫৩ জন (অসামরিক) বন্দি এবং ১৯৩ জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছে। তাঁরা হয় ভারতেরই নাগরিক, নয়তো পাকিস্তান মনে করছে তাঁরা ভারতের নাগরিক।
পাকিস্তানে আটক ভারতীয় বন্দিদের মধ্যে ১৫৯ জনকে আগেই মুক্তি দিয়ে ফেরত পাঠাতে বলেছে নয়াদিল্লি। তারা জানিয়েছে, ওই বন্দিদের সাজা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। ওই ১৫৯ জনের মধ্যে মৎস্যজীবীও রয়েছেন।
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ২,৬৬২ জন মৎস্যজীবী এবং ৭১ জন (অসামরিক) বন্দিকে পাকিস্তান থেকে ফিরিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৩ সাল থেকে ২০২৫ সালের মধ্যে ৫০০ মৎস্যজীবী এবং ১৩ জন (অসামরিক) বন্দিকে পাকিস্তান থেকে ভারতে ফেরানো হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল