বুলাওয়ে টেস্টে দক্ষিণ আফ্রিকার দাপটের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক জিম্বাবুয়ে। অভিষিক্ত কর্বিন বশের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম টেস্টে ৩২৮ রানের বড় জয় তুলে নিয়েছে সফরকারীরা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
দুই ইনিংসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট। এই দুর্লভ কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার ৩০ বছর বয়সী পেস অলরাউন্ডার কর্বিন বশ। প্রথম ইনিংসে ৮ নম্বরে নেমে খেলেন অপরাজিত শতরান, এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। দেশটির হয়ে টেস্টে এমন অর্জন আগে করেছিলেন মাত্র তিনজন। জিমি সিনক্লেয়ার, অব্রে ফকনার এবং কিংবদন্তি জ্যাক ক্যালিস।
বুলাওয়ায়ো টেস্টে জিম্বাবুয়েকে ৫৩৭ রানের বিশাল লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্বাগতিকরা ২০৮ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে বসে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই।
দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ইনিংসে একমাত্র ফিফটি আসে ওয়েলিংটন মাসাকাদজার ব্যাট থেকে। তবে ইনিংসের শুরুতেই ভয়ংকর হয়ে ওঠেন বশ। আগের দিন টাকুদজোয়ানাশে কাইটানোকে ফেরানোর পর, নতুন দিনে প্রথম বলেই নিকোলাস ওয়েলচকে ফিরিয়ে হ্যাটট্রিক সম্ভাবনা জাগান। পরবর্তীতে শন উইলিয়ামস ও ভিনসেন্ট মাসেকেসাকেও ফেরান তিনি, পূর্ণ করেন পাঁচ উইকেট।
তার আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন দুর্দান্ত সেঞ্চুরি। ৮ নম্বরে নেমে অপরাজিত থাকেন ১০৫ রানে। দ্বিতীয় ইনিংসে যোগ করেন আরও ৩৬ রান।
তবে ম্যাচসেরা হয়েছেন আরেক অভিষিক্ত ১৯ বছর বয়সী লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। প্রথম ইনিংসে ১৬০ বলে ১৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়ার বিশ্বরেকর্ড গড়েন তিনি।
জিম্বাবুয়ের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভাইন (৪৯) ও মাসাকাদজা (৫৭)। শেষ দিকে ব্লেসিং মুজারাবানি ২৯ বলে ৩২ রানের একটি ঝড়ো ক্যামিও খেললেও হার এড়ানোর ব্যবধান আর কমেনি।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে একই ভেন্যুতে আগামী রোববার।
বিডি প্রতিদিন/মুসা