ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সেঞ্চুরির পর বাবর আজমের সেজদা
অনলাইন ডেস্ক

বিশ্বকাপে নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে দিয়েছে পাকিস্তান। আর এ ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের। তার অনবদ্য সেঞ্চুরিতে কিউইদের বিরুদ্ধে ৬ উইকেটের বড় জয় পায় পাকিস্তান।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিংয়ে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করার পর আল্লাহর শুকরিয়া আদায়ে সেজদা দেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।

বাবরের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে দাপুটে জয় পায় পাকিস্তান।

বুধবার ইংল্যান্ডের বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৩৭ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন জেমস নিশাম। ৬৪ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

টার্গেট তাড়া করতে নেমে বাবর আজমের সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের জয়ে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৭০তম ম্যাচে ১০ম সেঞ্চুরি করেছেন বাবর আজম। তবে বিশ্বকাপে এটা তার প্রথম সেঞ্চুরি। এদিন ১২৭ বলে ১১টি বাউন্ডারিতে ১০১ রান করেন বাবর।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর