Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ১৭ জুলাই, ২০১৯ ২১:১৪

প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেলেন রয়

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেলেন রয়

মাত্র শেষ হওয়া বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর স্বীকৃতিটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। ঐতিহাসিক বিশ্বকাপ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মত ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছন তিনি। তবে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পেস বোলার মার্ক উডকে।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী রয় বিশ্বকাপে ৪৪৩ রান করেছেন। তবে আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের আগে নির্বাচকরা তাকে লাল বলে পরীক্ষা করতে চান।

আগামী ২৪ জুলাই লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রয়। তবে ইনজুরির কারণে উড এবং জোফরা আর্চারকে আয়ারল্যান্ড টেস্টের দলে রাখা হয়নি।

জো রুটের নেতৃত্বাধীন দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বর্তমানে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে চলমান প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্ব করা লুইস গ্রেগরি। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন ওণি স্টোনও। তবে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা।

আয়ারল্যান্ড টেস্টের জন্য ইংল্যান্ড দল : 
জো রুট (অধিনায়ক), জিমি এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য