পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মস্তকবিহীন লাশ।
গতকাল রবিবার সকাল ও দুপুরে উপজেলার বিলকেদারা ও সারাঘাট এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিলকেদারা এলাকায় পদ্মা নদীতে এক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। অন্যদিকে, সারাঘাট এলাকা থেকে ২০-২৫ বছরের এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব