১৭ জুলাই, ২০১৯ ১৫:০১

ফাইনাল ম্যাচ শেষে নিজেকে সামলাতে পারেননি স্টোকসের মা

অনলাইন ডেস্ক

ফাইনাল ম্যাচ শেষে নিজেকে সামলাতে পারেননি স্টোকসের মা

ইংল্যান্ডকে বিশ্বকাপের শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন বেন স্টোকস। তার বাবা জেরার্ড স্টোকস নিউজিল্যান্ডের নাগরিক। বেন স্টোকসের যখন ১২ বছর বয়স তখন ইংল্যান্ডে সপরিবার চলে গিয়েছিলেন তার বাবা জেরার্ড স্টোকস। কিন্তু ২০১৩ সালে জেরার্ড আর তার স্ত্রী ডেব ফিরে যান ক্রাইস্টচার্চে, বেন রয়ে যান ইংল্যান্ডে।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক স্টোকস। শেষ ওভারে প্রয়োজন মতো ১৫ রান করে খেলা নিয়ে যান সুপার ওভারে। সেখানেরও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন স্টোকস।

ইংলিশদের জার্সিতে বিশ্বকাপ জয়ের ম্যাচে ছেলের এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখে বেন স্টোকসের মা ডেব স্টোকস বলেন, ‘‌জানেন খেলা শেষ হওয়ার পর নিজেকে সামলাতে পারিনি। কেঁদে ফেলেছিলাম। ব্ল্যাক ক্যাপসদের জন্য খুব খারাপ লেগেছে। উইলিয়ামসনরা সবটুকু দিয়েছিল। সেদিন দু'টো দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভালো হত।’‌ ‌‌‌‌

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর