বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। ২৯-৩১ আগস্ট তিন দিনব্যাপী কুমিল্লার বুড়িচং, বাকশীমূল, লাকসামের মনপাল এবং নাঙ্গলকোটের পদুয়া দক্ষিণ পাড়াসহ আশপাশের বন্যাদুর্গত এলাকার মানুষের কাছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির পক্ষ থেকে খাদ্যসামগ্রী, পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন আইএসইউ’র শিক্ষক-শিক্ষার্থীরা।
আইএসইউ’র শিক্ষক-কর্মকর্তাদের একদিনের বেতন, আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের থেকে সংগৃহীত অর্থ দিয়ে এ খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়।
আইএসইউ’র উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের নির্দেশে ও ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ. টি. এম. কাদের নেওয়াজের সহযোগিতায় বন্যায় অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দ্রুততার সাথে দাঁড়ানোর জন্য দুর্গত এলাকার ৭০০ পরিবারের জন্য এই খাদ্যসামগ্রী পৌঁছে দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনিরুল হাসান মাসুম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জগলুল হক মৃধা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান আবু জাফর মো. সাইফুল্লাহ, অ্যাডমিশন অফিসার শারমিন সুলতানা, গোলাম রাব্বানীসহ শিক্ষার্থীরা।
আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী জানান, ৭০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ৪০০০ পোশাক, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ৩০০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই