রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও গৃহকর্মী দিতির (২০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ধারালো ছুরি দিয়ে গলাকেটে তাদেরকে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে ধানমন্ডির ২৮ নম্বর রোডের একটি বাড়ির পঞ্চম তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে এখনই বিস্তারিত বলা সম্ভব না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন