দীর্ঘ সাড়ে সাত বছর পর দেশে ফিরলেন সাবেক এমপি ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু। গতকাল দুপুর ২টা ১০ মিনিটে ঢাকাস্থ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন এই বিশিষ্ট ব্যবসায়ী।
এ সময় তার বড় ভাই নুরুদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যরা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হয়রানিমূলক মামলা করা হয়। এখনো তিনটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফিরলেন।