জুলাই বিপ্লবকে অর্থবহ করতে দেশের সর্বস্তরে বৈষম্যহীন আদর্শ বাস্তবায়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো বৈষম্য লুকিয়ে আছে। একজন নাগরিকের খাদ্য, বাসস্থান, পোশাক, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তাসহ ধর্মীয় অধিকার বাস্তবায়নের জন্য আমাদের আরও লড়াই করতে হবে। গতকাল দুপুরে রাজধানীর পল্টনের ফেনী সমিতি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন শহিদুল ইসলাম কবির, আতিকুর রহমান মুজাহিদ, মুহাম্মাদ মারুফ শেখ, মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, মাওলানা ইলিয়াস হাসান প্রমুখ।