পুলিশের মনোবল বৃদ্ধির জন্য সেনাবাহিনী তাদের পাশে আছে এবং সহযোগিতা করে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না পুলিশ নিরাপত্তাবোধ করে ততক্ষণ থানাগুলোতে সেনাবাহিনী থাকবে- মন্তব্য করেছেন কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ফেনী মডেল থানা পরিদর্শন শেষে গতকাল তিনি সাংবাদিক ও পুলিশকে এ কথা বলেন।
তিনি পুলিশ সদস্যদের মনোবল ফিরে পেতে নানা পরামর্শ দেন। সাংবাদিকদের বলেন, এ থানায় অগ্নিকান্ড ও ভাঙচুর হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ইতোমধ্যে ফেনী থানার কার্যক্রম শুরু হয়েছে। যতদিন সময় লাগে পুলিশ মনোবল ফিরে পাওয়া পর্যন্ত সেনাবাহিনী তাদের পাশে থাকবে।
এর আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফেনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় করে সেনাবাহিনী। এ সময় জিওসি জাহাঙ্গীর আলম বলেন, সেনাবাহিনী কাজ করছে। জনগণকে সহায়তা করতে হবে। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে।