ভারতের ত্রিপুরায় এক দিনে নারী ও শিশুসহ ২৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভারতের কয়েকটি পত্রিকার অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে সেখানকার পুলিশ আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৬ জনকে এবং দিনে অভিযান চালিয়ে ১০ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিজানুর রহমান (২৬), সফিকুল ইসলাম (৩০), আলামিন আলি (২৩), মিলন (৩৮), শাহাবুল (৩০), শরিফুল শেখ (৩০), কবীর শেখ (৩৪), লিজা খাতুন (২৬), তানিয়া খান (২৪), এথি শেখ (৩৯), বৃন্দাবন মন্ডল (২১), আবদুল হাকিম (২৫), ইদুল (২৭), আবদুর রহমান (২০), আয়ুব আলি (৩০) ও জিয়ারুল (২০)। পুলিশের বরাদ দিয়ে খবরে জানানো হয়, মঙ্গলবার রাতে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে তিনজনকে বাংলাদেশি দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা অবৈধ অনুপ্রবেশের সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। অপরদিকে মঙ্গলবার দিনে সেখানকার মানব পাচার প্রতিরোধ ইউনিট এবং গোয়েন্দা ইউনিট বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে পশ্চিম ত্রিপুরার আমতলী এবং দুকলীর সাধারণ এলাকায় এক শিশুসহ ১০ জনকে আটক করে। প্রাথমিকভাবে তারা বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকার করেছেন। খবরে আরও বলা হয়, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে চাইছে। তাদের ঠেকাতে বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারি করছে।