পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তানভীর ওই এলাকার আবুল কাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তানভীর বাড়ির পাশে তার বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে মাঠের পাশে একটি পুকুরে গোসলে নামে তানভীরসহ তিনজন।
তানভীর সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আরমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।