চুরির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জে জীবন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জীবন (২৩) বীরগঞ্জ পৌর শহরের কোমরপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, চুরির অভিযোগে জীবনকে গতকাল সকালে জোৎন্সা ফিলিং স্টেশন এলাকায় পিটুনি দেয় একদল লোক।
মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জীবনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।