চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রাজধানীর ধানমন্ডি সুপার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি। নিহত কিশোর সাইমুন হাজীগঞ্জ পশ্চিম বাজার একটি মাদরাসার ছাত্র। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার চরবাকিলা গ্রামে।
সংঘর্ষের ঘটনায় ৪০০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোহাম্মদ রিফাত (১৯) ও ইমরান হোসেন (২৩) নামে দুজনকে আটক করেছে। পৌর এলাকার টোরাগড় গ্রামের পারভেজের স্ত্রী তুহিন বেগম শনিবার থানায় মামলাটি করেন। মামলার বিষয় নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, সংঘর্ষে জড়িত অন্যদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে পৌর এলাকার মকিবাদে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছিলেন সাইমুন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল।