নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহাম্মেদ পলাশের বাড়িতে ডাকাতি হয়েছে। ফতুল্লার আলীগঞ্জ মসজিদ গলির বাড়িতে শনিবার গভীর রাতে হানা দিয়ে ডাকাতরা ডলার, নগদ ৫ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ঘটনার সময় পলাশ বাড়িতে ছিলেন না। অতিরিক্ত পুলিশ সুপার এবং ফতুল্লা থানার ওসি গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কাউছারের পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পলাশের বাড়ির দ্বিতীয় তলার উত্তর দিকের জানালার গ্রিল কেটে ছয় সদস্যের ডাকাত দল ভিতরে ঢুকে তার স্ত্রী, সন্তান, মা, বোনসহ পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে একটি কক্ষে আটকে রেখে। এর পর তারা প্রায় ২ ঘণ্টা বাড়ির প্রতিটি কক্ষের আলমারি, ওয়ারড্রব ভেঙে ১ হজার ৫০০ ডলার, নগদ ৫ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।