গাজীপুরের কালীগঞ্জের একটি মসলিন কটন মিলস লিমিটিডের পাওনা টাকা আদায়ে সাবেক শ্রমিক-কর্মচারী ও তাদের সন্তানরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মসলিন কটন মিলস লি. শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে গতকাল কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের রিফাত গার্মেন্টের (সাবেক মসলিন কটন মিলসের বর্তমান নাম) ১ নম্বর গেটে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
প্রধান উপদেষ্টা এবং পাট ও বস্ত্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সাবেক শ্রমিক-কর্মচারীরা বলেন, মসলিন কটন মিলের শ্রমিকরা ১৯৫৩ সালে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৭০ সালে আমাদের পরিশ্রমের টাকায় জমি কেনাসহ শ্রমিক-কর্মচারীরা শ্রমিক কলেজ প্রতিষ্ঠিত করি। ওই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের চাঁদার টাকায় পরিচালনা শুরু করে। ১৯৮২ সালে মিলটি প্রাইভেট লি. হয়। ভূঁইয়া গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ মালিকানা ছিল ৫১ এবং সরকারের মালিকানা ছিল ৪৯ শতাংশ। মিলটি ১৯৯৩ সালে কর্মচারী-শ্রমিকদের ঈদের ছুটি দেয়। পরে কাঁচামালের অভাব দেখিয়ে ছুটি বর্ধিত করতে থাকে। মালিক বা সরকারপক্ষ শ্রমিক-কর্মচারীদের কোনো নোটিস দেয়নি। শ্রমিক-কর্মচারীদের সার্ভিস বেনিফিট ও প্রভিডেন্টফান্ডসহ ২০০ কোটি টাকার বেশি পওনা রয়েছে। বকেয়া আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে।