কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিকুর রহমান আশিক হত্যা মামলার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনিসুর রহমান টিপু (৪৯) ও তার ভাই যুবলীগ কর্মী আরিফুর রহমান জিয়ন (৪৬)। তারা কুড়িগ্রাম পৌরসভা এলাকার নাজিরা ব্যাপারী পাড়ার মৃত আবদুর রউফ ম লের ছেলে। আশিক উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, আশিক হত্যার ঘটনায় ১০ আগস্ট সদর থানায় মামলা করেন শিক্ষার্থী রুহুল আমিন। এতে তিন সাংবাদিক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ দলের ১০৪ জন নেতা-কর্মী এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানা পুলিশের ওসি নাজমুল আলম বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।