মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) বলেছেন, গত ২০ বছর ধরে আমি মুক্তিযোদ্ধাদের সাথে আছি। মুক্তিযোদ্ধার পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। ১৯৭১ সালে আমরা যে সাহস ও মনোবল নিয়ে যুদ্ধ করেছিলাম, বর্তমানে সেই সাহস ও মনোবল নিয়ে গণতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্তের জন্য যুদ্ধ করতে হবে। কারণ মনোবল ও সাহস না থাকলে যুদ্ধে জয়ী হওয়া যাবে না। আজ দিনাজপুর প্রেসক্লাবে জাতীয়তাাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর জেলা শাখা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতিক) বলেন, মানুষ যাতে নিরাপদে তার নিজের ভোট দিতে পারে, সে রকম একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ত রক্ষার জন্য আগামী দিনের আন্দোলনে জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দিনাজপুর শাখার সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখার আহবায়ক ও জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক যুগ্ম আহবায়ক আলহাজ্ব রেজিনা ইসলাম, এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জিয়া পরিষদ দিনাজপুর সভাপতি অধ্যাপক মুহাম্মদ মহসীন, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা ও অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার